Alexa গুইমারা রিজিয়নের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

গুইমারা রিজিয়নের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:৫৯ ১০ জুন ২০১৯   আপডেট: ১১:৫৭ ১১ জুন ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়িতে ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়নের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে  সোমবার রিজিয়ন সদর দফতরের শহীদ লেফটেন্যান্ট মুশফিক হলে কেক কাটা, প্রীতিভোজ, সাংস্কৃতিক পরিবেশনা হয়।

দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস.এম মতিউর রহমান। এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি ও সম্প্রীতির লীলাভূমি। সম্প্রীতির জন্য আমরা সর্বোচ্চ সংযম ও ত্যাগ স্বীকার করতে রাজী। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকলে দুষ্ট চক্র পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টি করতে পারবে না। তাই সবাইকে সহাবস্থান বজায় রাখার আহবান জানাচ্ছি।

গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ.কে.এম সাজেদুল ইসলামের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিওসি’র সহধর্মিনী মিসেস তৌহিদা রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিজিএফআই খাগড়াছড়ির অধিনায়ক কর্নেল নাজিম, গুইমারা সেক্টর কমান্ডার কর্নেল আবদুল হাই, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রুবায়েত মাহমুদ হাসিব, মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নওরোজ নিকোশিয়ার, লক্ষীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জান্নাতুল ফেরদৌস, পলাশপুর বিজিবি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিরাজ, যামিনীপাড়া বিজিবি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহমুদুল হক, রামগড় বিজিবি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তারিকুল হাকিম, গুইমারা বিজিবি হাসপাতাল অধিনায়ক মেজর মামুনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামরিক পদস্থ কর্মকর্তা ও তাদের পরিবার এবং বিশিষ্টজনেরা।

এরপর সন্ধ্যায় বিভিন্ন অনুষ্ঠান মালায় ছিল নান্দনিকতা ও সম্প্রীতির মেলবন্ধন।  অনুষ্ঠানমালায় আতশবাজি ফোটানো ও ফানুস উড়ানোসহ রিজিয়ন স্পোর্ট কমপ্লেক্সে সাংস্কৃতিক পরিবেশনা ‘স্বর্নালী সন্ধ্যা’ হয় । এতে স্থানীয় পাহাড়ি-বাঙালি শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশ করেন। এরপর নৈশভোজের আয়োজন করা হয়।

ডেইলি বাংলাদেশ/এমকেএ

Best Electronics
Best Electronics