Alexa গুইমারায় পুষ্টি বিষয়ক সভা

ঢাকা, বুধবার   ২১ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

গুইমারায় পুষ্টি বিষয়ক সভা

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:২০ ১৬ জুন ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির গুইমারায় জনপ্রতিনিধিদের ভূমিকা নিয়ে শিশু ও মায়েদের পুষ্টি বিষয়ক আলোচনা সভা হয়েছে।  

রোববার দুপুরে উপজেলার হাফছড়ি ইউপির সভা কক্ষে এ সভা হয়। ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরীর সভাপতিত্বে ও আইডিএফের গুইমারা উপজেলা কো-অর্ডিনেটর জয়মোহন চাকমার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আইডিএফের প্রজেক্ট ম্যানেজার সুজস চাকমা, গেইনের সহকারী টেকনিক্যাল কো-অর্ডিনেটর সুভাষ দত্ত চাকমা, ইউনাইটেড পারপাসের জেলা ম্যানেজার নিখিল চাকমা ও ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন হাফছড়ি ইউপির ওয়ার্ডের সদস্যসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা।

বক্তারা জনপ্রতিনিধি ও প্রকল্পের সঙ্গে জড়িত সবাইকে পাঁচ বছরের শিশু, কিশোরী ও মায়েদের স্বাস্থ্য পুষ্টি বিষয়ক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান। প্রকল্পটি চার এনজিওর মাধ্যমে পাঁচ বছরের মধ্য বাস্তবায়িত হবে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ

Best Electronics
Best Electronics