Alexa গাড়ি চালকদের বিশ্রামাগার বানিয়ে দিলেন মাশরাফি

ঢাকা, রোববার   ১৮ আগস্ট ২০১৯,   ভাদ্র ৩ ১৪২৬,   ১৬ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

গাড়ি চালকদের বিশ্রামাগার বানিয়ে দিলেন মাশরাফি

 প্রকাশিত: ২১:১৬ ৯ নভেম্বর ২০১৮   আপডেট: ২১:৩৫ ৯ নভেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ক্রিকেট মাঠের সাফল্যে দেশ-বিদেশে কুড়িয়েছেন অনেক সুনাম। বাংলাদেশের মানুষের মণিকোঠায় স্থান করে নিয়েছেন নড়াইল এক্সপ্রেস খ্যাত মাশরাফি বিন মর্তুজা। মাঠের সীমানা পেরিয়ে অনেক মহৎ কাজ করছেন এ তারকা খেলোয়াড়।

সম্প্রতি আরো একটি দৃষ্টান্ত স্থাপন করলেন বিরল এ ব্যক্তিত্ব। তিন যুগ ধরে গাছ তলায় থাকা শ্রমিকদের কষ্ট নিবারণেে এগিয়ে এসেছেন তিনি । তার অনুদানের টাকায় গাছ তলায় বিশ্রাম নেয়া শ্রমিকরা এখন ঘরে বসে বিশ্রাম নিচ্ছেন। এতে স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন তারা। 

নড়াইল জেলার রেন্ট-এ-কার মাইক্রোবাস চালক মো. আব্দুল্লাহ বলেন, নড়াইল জেলায় রেন্ট-কারের সংখ্যা মোট দুই শতাধিক। এর মধ্যে মাইক্রোবাস ও প্রাইভেট কার রয়েছে। গাড়ির চালক ও হেলপার গাড়ি পার্কিং শেষে ত্রিশ বছর ধরে গাছ তলা, রাস্তার পাশ অথবা চায়ের দোকানে বিশ্রাম নিতাম। এক কথায় গাড়ি রাখার পর আমাদের বসার জন্য কোনো জায়গা ছিল না। আমাদের সমস্যা মাশরাফিকে বলার পর তিনি আমাদের বিশ্রামের জন্য একটি ঘর নির্মাণের জন্য টাকা দেন। সেই টাকায় চালক ও হেলপারদের বিশ্রামের একটি ঘর নির্মাণ করা হয়। 

তিনি আরো বলেন, মাশরাফি আধাপাকা একটি টিন সেডের ঘর নির্মাণ করে দিয়েছেন, এতে একটি বারান্দা রয়েছে। আমরা কাজ শেষে গাড়ি পার্কিং করে বিশ্রাম নিতে পারি। তিন যুগ পর আমাদের গাছ তলা থেকে ছাদ তলায় নেয়ায় মাশরাফি বিন মর্তুজার প্রতি আমরা কৃতজ্ঞ।   

মাশরাফি বিন মতুর্জার বাবা গোলাম মর্তুজা স্বপন বলেন, মাশরাফির এমন কাজে তিনিও আনন্দিত। তার ছেলে সব সময় মানুষের উপকার করার চেষ্টা করে। 

ডেইলি বাংলাদেশ/এমকেএ/জেএইচ 

Best Electronics
Best Electronics

শিরোনাম

শিরোনামকুমিল্লার বাগমারায় বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৫ শিরোনামবন্যায় কৃষিখাতে ২শ’ কোটি টাকার বেশি ক্ষতি হবে না: কৃষিমন্ত্রী শিরোনামচামড়ার অস্বাভাবিক দরপতনের তদন্ত চেয়ে করা রিট শুনানিতে হাইকোর্টের দুই বেঞ্চের অপারগতা প্রকাশ শিরোনামচামড়া নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সমাধানে বিকেলে সচিবালয়ে বৈঠক শিরোনামডেঙ্গু: গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭০৬ জন: স্বাস্থ্য অধিদফতর শিরোনামডেঙ্গু নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন দুপুরে আদালতে উপস্থাপন শিরোনামডেঙ্গু রোগীর সংখ্যা কমছে: সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শিরোনামইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, দুই শিশুসহ নিহত ৭ শিরোনামআফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা, নিহত বেড়ে ৬৩