Alexa গাবতলীর হাট কাঁপাবে নবাব

ঢাকা, বুধবার   ২১ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

গাবতলীর হাট কাঁপাবে নবাব

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:২৮ ৩ আগস্ট ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার খাইরুল বাশার। শখ করে তিন বছর আগে একটি গাভী কেনেন। ওই গাভীটি তিনটি বাছুর জন্ম দেয়। এর মধ্যে একটি ষাঁড়ের নাম রাখেন ‘নবাব’। সেই নবাবের দাম চেয়েছেন নয় লাখ।

কয়েকটি গরু নিয়ে গড়ে তোলেন ‘বাশার ডেইরি ফার্ম’ নামে একটি প্রতিষ্ঠান। আর সে ফার্মেই নবাবকে লালন-পালন করেন। নিজ ফার্মে নবাবের দরদাম হলেও কাঙ্ক্ষিত মূল্য না পাওয়ায় বিক্রি করেননি বাশার। তাই নবাবকে তোলা হবে গাবতলীর পশুর হাটে।

খাইরুল বাশার জানান, নবাবকে দেশীয় প্রাকৃতিক উপায়ে লালন-পালন করেছি। তার খাবারের মধ্যে রয়েছে ভুসি, ছোলা, ধানের কুঁড়া, খড় ও ঘাস। এছাড়া মাঝেমধ্যে কলাও খাওয়ানো হয়। তিন বছরের নবাবের ওজন ২৫ মণ। এ উপজেলায় নবাবই সবচেয়ে বড় বলে দাবি তার।

নবাবের চিকিৎসক ডা. আব্দুল হামিদ জানান, নবাবকে কোনো প্রকার ক্ষতিকর ওষুধ সেবনে মোটাতাজা করা হয়নি। তাছাড়া খুব একটা রোগবালাই নেই।

শনিবার উপজেলার সদর ইউপির কোনাবাড়ী ‘বাশার ডেইরি ফার্মে’ গিয়ে দেখা যায়, দুটি সিলিং ফ্যানের নিচে রাখা হয়েছে নবাবকে। প্রচণ্ড তাপদাহের কারণে তার গায়ে কিছুক্ষণ পরপরই ছিটানো হচ্ছে পানি।

ডেইলি বাংলাদেশ/এমআর

Best Electronics
Best Electronics