Alexa গানে গানে কিংবদন্তী শিল্পী আব্দুল আলীমকে স্মরণ

ঢাকা, শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৮ ১৪২৬,   ১৫ রবিউস সানি ১৪৪১

গানে গানে কিংবদন্তী শিল্পী আব্দুল আলীমকে স্মরণ

 প্রকাশিত: ১৯:৪০ ২১ জুলাই ২০১৭  

পল্লীগীতি, বিচ্ছেদী, ভাটিয়ালী থেকে দেহতত্ত্ব, বাউল, মরমী অসংখ্য গানে তিনি মন ভরিয়ে রেখেছিলেন অগণিত শ্রোতার। যে গানগুলো কালজয়ী হয়ে আজও আবেদন সৃষ্টি করে চলেছে বর্তমান প্রজন্মের শ্রোতাদের কাছে। লোকসংগীতের সেই কিংবদন্তী শিল্পী আব্দুল আলীমকে গানে গানে স্মরণ করলেন শিল্পীরা। শিল্পী আব্দুল আলীমের ৮৬তম জন্মবার্ষিকী আগামী ২৭ জুলাই । এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার শিল্পকলা একাডেমি অনুষ্ঠানের আয়োজন করে সারেগামাপা সংগীত পরিষদ। অনুষ্ঠানে লোকসংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় আব্দুল আলীমকে। তাঁর পক্ষে তাঁর ছেলে জহীর আলীম এ সম্মাননা গ্রহণ করেন। সম্মাননা প্রদান ছাড়াও এ আয়োজনে ছিল আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সাবেক সচিব হুমায়ূন খালিদ। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য উপদেষ্টা (অব.) শওকত আলী খান, আব্দুল  আলীমের ছেলে  জহীর আলীম প্রমুখ। সভাপতিত্ব করেন সারেগামাপা সংগীত পরিষদের সভাপতি সুলতান হোসেন। বক্তারা বলেন, লোকসংগীতের প্রবাদপ্রতিম শিল্পী ছিলেন আব্দুল আলীম। বাংলা লোক সঙ্গীতের এই অমর শিল্পী লোক সঙ্গীতকে অবিশ্বাস্য এক উচ্চতায় নিয়ে গিয়েছিলেন যেখানে জীবন জগৎ এবং ভাববাদী চিন্তা একাকার হয়ে গিয়েছিল। খুব অল্প বয়সেই বাংলার লোকসংগীতের এই অমর শিল্পী গান গেয়ে নাম করেছিলেন। মাত্র তেরো বছর বয়সে তাঁর গানের প্রথম রেকর্ড হয়। সম্মাননা ও আলোচনা শেষে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। ডেইলি বাংলাদেশ/আইজেকে