Alexa গাজীপুরে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৭ ১৪২৬,   ২৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

 প্রকাশিত: ১৩:০৬ ২৮ আগস্ট ২০১৮   আপডেট: ১৩:০৬ ২৮ আগস্ট ২০১৮

ফাইল ফটো

ফাইল ফটো

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর মহানগরের উত্তর সালনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম বাদল। তিনি নওগাঁর পরশা থানার ঘাটনগর এলাকার আবুল হোসেনের ছেলে। এসময় আরো দুইজন আহত হয়েছেন।

নাওজোর হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক মো. অহিদুজ্জামান  জানান, দাঁড়িয়ে থাকা একটি বালু বোঝাই ট্রাকের পেছনে ময়মনসিংহগামী সবজি বোঝাই একটি পিকআপ ধাক্কা দেয়। এ সময় পিকআপের সামনে বসে থাকা সবজি ব্যবসায়ী বাদল ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/আরআর