Alexa গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

ঢাকা, শনিবার   ২২ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১০ ১৪২৬,   ২৮ জমাদিউস সানি ১৪৪১

Akash

গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

 প্রকাশিত: ১২:০৬ ৯ নভেম্বর ২০১৮   আপডেট: ১২:০৬ ৯ নভেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

গাজীপুরে দুই মাসের বকেয়া বেতনসহ বিভিন্ন পাওনার দাবিতে একটি সিরামিক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও সড়কে অবরোধ করেছে।

বৃহস্পতিবার রাতে এই অবরোধে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক ঘণ্টার বেশি সময় যানবাহন চলাচল বন্ধ থাকে।

জয়দেবপুর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বকেয়া বেতনের দাবিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফার সিরামিক কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও কারখানায় ভাঙচুর শুরু করে। এক পর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে রাত পৌনে ৯টার দিকে যানবাহন চলাচল শুরু হয়।

কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) সাইফুল ইসলাম বলেন, কারখানায় এক হাজারের বেশি শ্রমিক রয়েছে।

শ্রমিকদের সেপ্টেম্বরের ১০ শতাংশ এবং অক্টোবরের পুরো মাসের বেতন বকেয়া রয়েছে। বৃহস্পতিবার বেতন দেয়ার পূর্ব নির্ধারিত তারিখ ছিল। অর্থ সংকটের কারণে আংশিক বকেয়া দিতে চাইলে শ্রমিকরা প্রতিবাদ ও বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে কারখানায় কিছু ভাঙচুর করার পর মহাসড়কে গিয়ে অবস্থান নেয়। আগামি রোববার তাদের বকেয়া পরিশোধের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

ডেইলি বাংলাদেশ/আরআর