গাজীপুরে যুবককে কুপিয়ে হত্যা
প্রকাশিত: ১৬:৪৯ ২০ ডিসেম্বর ২০১৭

প্রতীকী ছবি
গাজীপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। দক্ষিণ বাগব এলাকায় বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত ফিরোজের বাড়ি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার পাশরী গ্রামে। কালিয়াকৈরে রতনপুর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তিনি।
জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হারুন অর রশীদ জানান, ফিরোজ মাদক সেবন ও বিক্রি করতেন। ব্যবসার টাকা নিয়ে এলাকার কয়েক মাদক ব্যবসায়ীর সঙ্গে তার বিরোধ ছিল। বুধবার ভোরে প্রতিপক্ষরা তাকে দক্ষিণ বাগবের এলাকায় ডেকে নিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সফিপুর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মা ফিরোজা বেগম জানান, দীর্ঘদিন সফিপুরে কাইয়ুমের বাসায় ভাড়া থাকতো তার ছেলে। সেখান থেকে বিভিন্ন এলাকায় ব্যবসা চালাতো সে। মঙ্গলবার সন্ধ্যায় বাসা থেকে বের হয়। ব্যবসার টাকা পয়সা নিয়ে আবু উজ্জল, আরিফ সরকার, সাইফুলসহ বেশ কয়েকজনের সঙ্গে দ্বন্দ্ব চলছিল তার। এরই জের ধরে রাতে তার ছেলেকে ডেকে নিয়ে আন্ধারমানিক এলাকায় এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
এসআই হারুন অর রশীদ জানান, মাদক ব্যবসার বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ডেইলি বাংলাদেশ/আজ/এসআই