Alexa গাজীপুরে দুর্বৃত্তদের হামলায় ওসিসহ আহত ৫

ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ২ ১৪২৬,   ১৭ মুহররম ১৪৪১

Akash

গাজীপুরে দুর্বৃত্তদের হামলায় ওসিসহ আহত ৫

গাজীপুর প্রতিনিধি

 প্রকাশিত: ০১:২১ ২০ ডিসেম্বর ২০১৮   আপডেট: ০১:২১ ২০ ডিসেম্বর ২০১৮

ফাইল ফটো

ফাইল ফটো

গাজীপুর মহানগরের কাশিমপুরের জিরানী রোডে বুধবার বিকেলে পুলিশের টহল গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে কাশিমপুর থানার ওসি আকবর আলী খানসহ পাঁচজন আহত হন।এদের মধ্যে গুরুতর অবস্থায় গাড়ির ড্রাইভার অপু হোসেনকে তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাশিমপুর মেট্রোপলিটন থানার ওসি আকবর আলী খান জানান, কাশিমপুরের মিতালী ফ্যাশন কারখানার শ্রমিকরা বেতন ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করছিল। আন্দোলনরত শ্রমিকদের নিরাপত্তায় পুলিশ টহল দিতে গেলে হামলা হয়। তিনি বলেন, দুর্বৃত্তরা পুলিশকে টার্গেট করে হামলা চালিয়েছে । এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

ডেইলি বাংলাদেশ/এমকেএ