গাজীপুরে তুলার কারখানায় আগুন
গাজীপুর প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২০:৩১ ২০ নভেম্বর ২০১৯

ফাইল ছবি
গাজীপুর মহানগরের সালনায় বুধবার বিকেলে একটি তুলার কারখানায় আগুন লেগেছে। এতে ওই কারখানার মেশিন, ঝুট ও তুলা পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, সালনার জহিরুল ইসলামের ঝুট থেকে তুলা তৈরির টিনশেড কারখানায় আগুন লাগে। এ খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে কারখানার মেশিন, ঝুট ও তুলা পুড়ে যায়।
তিনি আরো জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমকেএ