Alexa গাজীপুরে ট্রাকচাপায় মাটি ব্যবসায়ী নিহত

ঢাকা, শুক্রবার   ২৩ আগস্ট ২০১৯,   ভাদ্র ৮ ১৪২৬,   ২১ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

গাজীপুরে ট্রাকচাপায় মাটি ব্যবসায়ী নিহত

গাজীপুর প্রতিনিধি

 প্রকাশিত: ১১:৩২ ৩০ জানুয়ারি ২০১৯   আপডেট: ১১:৪০ ৩০ জানুয়ারি ২০১৯

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার রাতে ট্রাকচাপায় মাটির ঠিকাদার আলম সিকদার নিহত হয়েছেন। কালিয়াকৈরের চন্দ্রা পল্লীবিদ্যুৎ মোল্লাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 

আলম কালিয়াকৈরের বড়ইবাড়ির আষারিয়াবাড়ির হাফিজ উদ্দিন সিকদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মাটির ঠিকাদারি ব্যবসা করে আসছিলেন।

কালিয়াকৈর থানার এসআই মো. মনিরুল ইসলাম বলেন, পল্লীবিদ্যুৎ মোল্লাপাড়া এলাকায় পুকুর ভরাটের কাজ নেন আলম। ওইদিন রাতে  একটি মাটিবাহী ট্রাক সেখানে পৌঁছালে চালককে মাটি ফেলার স্থান দেখাতে গিয়ে পেছনের দিকে আসার সংকেত দেন তিনি। 

ট্রাকটি পেছনে আসার সময় হঠাৎ আলম সিকদার পা পিছলে পড়ে যান এবং ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেএস

Best Electronics
Best Electronics