গাজীপুরের এডিসি শাহেনুর আলমকে বদলি
প্রকাশিত: ০৭:২০ ২৪ ফেব্রুয়ারি ২০২০

মো. শাহেনুর আলম
গাজীপুরের এডিসি মো. শাহেনুর আলমকে বদলি এবং অপর দুই সিনিয়র সহকারী সচিবকে এডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক তিনটি আদেশে এসব বদলি ও পদায়ন করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গাজীপুরের এডিসি মো. শাহেনুর আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করে বিয়াম ফাউন্ডেশনের সহকারী পরিচালক পদে বদলি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপ সচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত ২৩ ফেব্রুয়ারি এ বদলির আদেশ জারি করেন। শাহেনুর আলম গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত অপর দু’টি পৃথক আদেশ জারি করা হয়।
আদেশে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মামুন সরদার এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার এডিসি মো. ইলিয়াছ মেহেদীকে গাজীপুরের এডিসি হিসেবে বদলি পূর্বক পদায়নের আদেশ দেয়া হয়েছে।
জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকরের জন্য বলা হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমকে