Alexa গাছ নিয়ে চাচাকে খুন করল ভাতিজা

ঢাকা, মঙ্গলবার   ২৩ জুলাই ২০১৯,   শ্রাবণ ৮ ১৪২৬,   ১৯ জ্বিলকদ ১৪৪০

গাছ নিয়ে চাচাকে খুন করল ভাতিজা

পাবনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০০:৫৬ ২৭ জুন ২০১৯  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পাবনার সুজানগরে গাছ নিয়ে বিরোধের জের ধরে চাচাকে খুন করেছে ভাতিজা। বুধবার রাতে উপজেলার দুলাই ইউপির শান্তিপুর-বেতুরিয়া গ্রামে ঘটনাটি ঘটে।

নিহত কালাম হোসেন ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত রিপনকে আটক করেছে পুলিশ। সে বেতুরিয়া গ্রামের হানিফ হোসেনের ছেলে।

সুজানগর থানার ওসি (তদন্ত) হাদিউল ইসলাম বলেন, বাড়ির সীমানা ঘেঁষে বেড়ে ওঠা একটি গাছের মালিকানা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে বেশ আগে থেকেই তাদের মধ্যে কয়েক দফা ঝগড়াঝাটিও হয়। কয়েকদিন আগে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার দিন ধার্য করা হয়।

ওসি বলেন, বুধবার রাতে এরই জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ভাতিজা রিপন ধারালো অস্ত্র দিয়ে তার চাচাকে আঘাত করে। সংঘর্ষে কালামসহ অন্তত পাঁচজন আহত হন। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক কালামকে মৃত ঘোষণা করেন। আহত আবু তালেব, জামাল ও সাজাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে রিপনকে আটক করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর