Alexa গাছ কাটতে গিয়ে প্রাণ হারালেন দুই শ্র‌মিক

ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৬ ১৪২৬,   ২১ মুহররম ১৪৪১

Akash

গাছ কাটতে গিয়ে প্রাণ হারালেন দুই শ্র‌মিক

কুড়িগ্রাম প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৬:০২ ৯ সেপ্টেম্বর ২০১৯  

ডেইলি বাংলাদেশ: প্রতীকী ছবি

ডেইলি বাংলাদেশ: প্রতীকী ছবি

কু‌ড়িগ্রাম শহ‌রের কৃষ্ণপুর টেক্সটাইল মোড় এলাকায় বিদ্যুৎস্পৃ‌ষ্টে দুই শ্র‌মিকের মৃত্যু হ‌য়ে‌ছে। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন আরো একজন। সোমবার দুপু‌রে এ ঘটনা ঘ‌টে।

নিহত দুই শ্র‌মিক হ‌লেন- আব্দুর রহমান ও খা‌লেক। তা‌দের দুইজ‌নের বা‌ড়ি সদর উপ‌জেলার চরকৃষ্ণপু‌র গ্রামে।

কু‌ড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমান জানান, টেক্সটাইল মোড় এলাকায় মাহবুর না‌মে এক ব্য‌ক্তির বা‌ড়ি‌তে গাছ কাটার কাজ কর‌তে যান আব্দুর রহমান ও খা‌লেক। এ সময় গা‌ছের ডালের পা‌শে থাকা বিদ্যু‌তের তারে হাত লাগ‌লে ঘটনাস্থ‌লেই দুই শ্র‌মিক ও ওই বা‌ড়ির এক নারী বিদ্যুৎস্পৃষ্ট হ‌ন। 

তিনি আরো জানান, গুরুতর অবস্থায় তা‌দের উদ্ধার ক‌রে কু‌ড়িগ্রাম‌ জেনা‌রেল হাসপাতা‌লে নেয়া হলে চি‌কিৎসক আব্দুর রহমান ও খা‌লেককে মৃত ঘোষণা ক‌রেন। ত‌বে আহত ওই নারী‌কে বা‌ড়ি‌তেই প্রাথমিক চি‌কিৎসা দেয়া হ‌য়ে‌ছে। এ ঘটনায় সদর থানায় এক‌টি অপমৃত্যু মামলার প্র‌ক্রিয়া চল‌ছে।

ডেইলি বাংলাদেশ/আরএম