গাছের গুঁড়ি পড়ে প্রাণ গেল শ্রমিকের
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ২৩:১৩ ২৬ ফেব্রুয়ারি ২০২০

মরদেহ (ফাইল ছবি)
রাজবাড়ীর বালিয়াকান্দিতে গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে ইউছুফ মোল্লা নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার জঙ্গল ইউপির চড়পোটরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইউছুফ সদর ইউপির মহারাজপুর গ্রামের মোকছেদ আলী মোল্লার ছেলে। এ ঘটনায় সন্ধ্যায় থানায় অপমৃত্যু মামলা করেন নিহতের ছোট ভাই শফিকুল ইসলাম।
বালিয়াকান্দি থানার এসআই নূর মোহাম্মদ জানান, সকালে চড়পোটরা গ্রামের সুখ দেবের গাছ কাটতে যান ইউছুফ। বিকেলে ওই গাছের গুঁড়ি ভ্যানে তুলতে গিয়ে পা পিছলে পড়ে যান। এ সময় গুঁড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
ডেইলি বাংলাদেশ/এমআর