Alexa গাইবান্ধায় বন্যার পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

গাইবান্ধায় বন্যার পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

গাইবান্ধা প্রতিনিধি   ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৯:০৯ ২২ জুলাই ২০১৯  

ডেইলি বাংলাদেশ: প্রতীকী ছবি

ডেইলি বাংলাদেশ: প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক ঘটনায় বন্যার পানিতে ডুবে জান্নাতি আক্তার ও নিশাত রহমান নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার মহিমাগঞ্জ ইউপির জিড়াই গ্রামে ও গুমাণীগঞ্জ ইউপির খরিয়া গ্রামে এ পৃথক ঘটনা ঘটে।

নিশাত রহমান গোবিন্দগঞ্জ উপজেলার খড়িয়া গ্রামের কুয়েত প্রাবাসী শাহ আলমের ছেলে। একই উপজেলার জিড়াই গ্রামের আব্দুল মজিদ মিয়ার মেয়ে জান্নাতি আক্তার।

গুমানিগঞ্জ ইউপি চেয়ারম্যান এসএম রিপন জানান, দুপুরে বাড়ির উঠানে খেলা করছিল নিশাত। একপর্যায়ে সে বাড়ির পাশে বন্যার পানি ভর্তি খালে পড়ে নিখোঁজ হয়। পরে বিকেলে খাল থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

মহিমাগঞ্জ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মজিবর রহমান জানান, বিকেল থেকে শিশু জান্নাতির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশে বন্যার পানিতে প্লাবিত একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ডেইলি বাংলাদেশ/আরএম

Best Electronics
Best Electronics