Alexa গাইবান্ধায় গুজব ছড়ানোয় যুবক আটক

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

গাইবান্ধায় গুজব ছড়ানোয় যুবক আটক

গাইবান্ধা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৩:২৫ ৬ আগস্ট ২০১৯   আপডেট: ০৩:২৯ ৬ আগস্ট ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

গাইবান্ধা সদরের বাদিয়াখালী বাজার থেকে ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে এক যুবককে আটক করেছে র‌্যাব।

সোমবার রাতে বাজারের বুলবুল মিয়ার খাবার হোটেল থেকে তাকে আটক করা হয়। আটক মো. আশিকুর রহমান রাসেল উপজেলা সদরের বোয়ালী ইউপির মধ্য ফলিয়া গ্রামের আব্দুর রশিদ মিয়ার ছেলে।

র‌্যাব-১৩ এর অ্যাডিশনাল এসপি মো. মুন্না বিশ্বাস জানান, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে গুজব ছড়ায় আশিকুর। এমন অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে গুজব ছড়ানোয় ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও দুটি সিম কার্ড উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গুজব ও বিশৃঙ্খলা রোধে সিআইডি, পুলিশের সাইবার ক্রাইম ইউনিটসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও র‌্যাব মাঠে কাজ করছে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ

Best Electronics
Best Electronics