Alexa গাইবান্ধার এমপি গোলাম মোস্তফা আর নেই

ঢাকা, বুধবার   ২১ আগস্ট ২০১৯,   ভাদ্র ৭ ১৪২৬,   ২০ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

গাইবান্ধার এমপি গোলাম মোস্তফা আর নেই

 প্রকাশিত: ১০:১০ ১৯ ডিসেম্বর ২০১৭  

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি গোলাম মোস্তফা আহমেদ।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি গোলাম মোস্তফা আহমেদ।

সড়ক দুর্ঘটনায় আহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি গোলাম মোস্তফা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা থেকে গাইবান্ধা যাওয়ার পথে গত ১৮ নভেম্বর দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়ায় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাংসদ ও ওই মাইক্রোবাসের অপর তিন আরোহী (চালকসহ) আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করে। এমপি গোলাম মোস্তফার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

এক মাস পর আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডেইলি বাংলাদেশ/এসআই

Best Electronics
Best Electronics