Alexa গাংনীতে শিক্ষকদের আনন্দ র‌্যালি

ঢাকা, মঙ্গলবার   ২৮ জানুয়ারি ২০২০,   মাঘ ১৪ ১৪২৬,   ০২ জমাদিউস সানি ১৪৪১

Akash

গাংনীতে শিক্ষকদের আনন্দ র‌্যালি

মেহেরপুর প্রতিনিধি

 প্রকাশিত: ১৪:৫৪ ১০ জানুয়ারি ২০১৯   আপডেট: ১৪:৫৪ ১০ জানুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরের গাংনীতে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাতীয়করণের ৭ম বার্ষিকী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে আনন্দ র‌্যালি হয়েছে।

শিক্ষকদের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি উপজেলা শাখার সভাপতি জিয়া মুহা. আহসান মাসুমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বাংলাদেশ কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মজিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হাজী মহসিন আলী।                                           

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাসান গোলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মাস্টার, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, গাংনী উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি এনামুল হক, বিআরডিবির চেয়ারম্যান আলী আজগর প্রমুখ।

ডেইলি বাংলাদেশ/এমআর