Alexa গাংনীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ঢাকা, বুধবার   ২৩ অক্টোবর ২০১৯,   কার্তিক ৭ ১৪২৬,   ২৩ সফর ১৪৪১

Akash

গাংনীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি

 প্রকাশিত: ২২:০৩ ১০ জানুয়ারি ২০১৯   আপডেট: ২২:০৩ ১০ জানুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরের গাংনীতে আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বিকেলে গাংনী বাজার বাসস্ট্যান্ডের শহীদ রেজাউল চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে আলোচনা সভা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন। 

বিশেষ অতিথি ছিলেন গাংনী পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নবীরউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান মুকুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, আওয়ামী লীগ নেতা হাজী মহসিন আলী, মনিরুজ্জামান, জাহাঙ্গীর আলম বাদশা ও মনিরুজ্জামান আতু। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরডিবির চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলী আজগর, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুন্তাসির জামান মৃদুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ প্রমুখ। 

ডেইলি বাংলাদেম/এমআর