Alexa ‘গলি গলি মে ফিরতা হ্যায়’ রিমিক্সে দেখে নিন মৌনীর আগুনে নাচ

ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ১২ ১৪২৬,   ০১ রজব ১৪৪১

Akash

‘গলি গলি মে ফিরতা হ্যায়’ রিমিক্সে দেখে নিন মৌনীর আগুনে নাচ

আন্তর্জাতিক ডেস্ক :: international-desk

 প্রকাশিত: ১৯:৫২ ১৯ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১৯:৫২ ১৯ ডিসেম্বর ২০১৮

ছবির নাচের দৃশ্য। ছবি সৌজন্য- স্যোশাল মিডিয়া।

ছবির নাচের দৃশ্য। ছবি সৌজন্য- স্যোশাল মিডিয়া।

বলিউডে রিমিক্সের ঝড় উঠেছে। প্রত্যেকটি সিনেমায় এখন একটি করে রিমিক্স অনিবার্য। পুরনো হিন্দি ছবির বিখ্যাত গানের রিমিক্স ঝড় তুলেছে টিনসেল টাউনে।

সুরকার তনিষ্ক বাগচি তার হাতের জাদুতে নতুন রূপ দিচ্ছেন পুরনো সেই সব হিট গানকে। সবারই স্মৃতিতে আজও উজ্জ্বল ১৯৮৯ সালের ‘ত্রিদেব’ ছবির  ‘গলি গলি মে ফিরতা হ্যায়’ গানটি। এবার সেই গানের রিমিক্স নতুন ছবি ‘কে. জি.এফ চ্যাপটার ওয়ান’-এ এনেছেন সঙ্গীত পরিচালক তনিষ্ক বাগচি। গানটি গেয়েছেন নেহা কাক্কার। এই ছবিতে বঙ্গতনয়া মৌনী রায়কে দেখা যাচ্ছে রিমিক্স গানটির তাল তালে নাচতে।

সঙ্গে দেখা যাচ্ছে ছবির নায়ক যশকে। দক্ষিণী ছবির বেশ জনপ্রিয় অভিনেতা যশ। পরিচালক প্রশান্ত নীলের এই ছবি মুক্তি পাবে বড়দিনে। তবে ছবি মুক্তির আগেই রিমিক্স গানটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। দেখে নিন মৌনীর সেই আগুন ধরানো নাচের দৃশ্য।-

ডেইলি বাংলাদেশ/এসআই