Alexa গর্তে আটকে গেল মোটরসাইকেল, লাশ হলেন যুবলীগ নেতা

ঢাকা, বুধবার   ১৩ নভেম্বর ২০১৯,   কার্তিক ২৯ ১৪২৬,   ১৬ রবিউল আউয়াল ১৪৪১

Akash

গর্তে আটকে গেল মোটরসাইকেল, লাশ হলেন যুবলীগ নেতা

ময়মনসিংহ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:০৯ ১ নভেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়কের গর্তে মোটরসাইকেল আটকে ছিটকে পড়ে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। তার নাম শাহজাহান মিয়া।

শুক্রবার দুপুরে উপজেলার ধলা-শিবগঞ্জ রোডের বারার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শাহজাহান উপজেলার বখুরা গ্রামের দুলাল উদ্দিনের ছেলে। তিনি যশরা ইউপির ৫নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, সকালে মোটরসাইকেলে শিবগঞ্জ রোডের সান্দয়াইন এলাকায় নিজের মৎস্য খামারে যাচ্ছিলেন শাহজাহান। পথে বারার মোড় এলাকায় পৌঁছালে সড়কের গর্তে মোটরসাইকেলটি আটকে যায়। এতে তিনি ছিটকে পড়ে মাথায় আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

ডেইলি বাংলাদেশ/এমআর