Alexa গরু কলাগাছ খাওয়ায় লাশ হলো কিশোর

ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৬ ১৪২৬,   ২১ মুহররম ১৪৪১

Akash

গরু কলাগাছ খাওয়ায় লাশ হলো কিশোর

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৮:১৮ ২৫ আগস্ট ২০১৯   আপডেট: ১৭:০৭ ২৫ আগস্ট ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইলে গরু কলাগাছ খাওয়ায় এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশী। শনিবার দুপুরে ঢাকায় নেয়ার পথে সে মারা যায়।

নিহত মো. নাঈম উপজেলার চরবেতাগৈর ইউপির আলীহরগাতি গ্রামের আক্কাছ আলীর ছেলে।

নান্দাইল মডেল থানার ওসি মনসুর আহম্মেদ বলেন, শুক্রবার বিকেলে আক্কাছ আলীর গরু প্রতিবেশী আব্দুল জলিলের একটি কলাগাছ খেলে দুই পরিবারের সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আব্দুল জলিলের ছেলে নাসির উদ্দিন নাঈমের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়।

ওসি বলেন, স্বজনরা ওই রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে চিকিৎসক। ঢাকায় নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় নাসির উদ্দিনকে আটক করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর