Alexa গরুর ব্যাপারী মম, হাটের ইজারাদার অপূর্ব!

ঢাকা, বুধবার   ১৭ জুলাই ২০১৯,   শ্রাবণ ২ ১৪২৬,   ১৩ জ্বিলকদ ১৪৪০

গরুর ব্যাপারী মম, হাটের ইজারাদার অপূর্ব!

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:২৭ ১২ জুলাই ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জিয়াউল ফারুক অপূর্ব ও জাকিয়া বারী মম। এখান তারা দুজনই ব্যবসায়ী। আর পেশা বদলের এমন কাহিনীতে তাদের দেখা যাবে ‘লায়লা মজনুর কোরবানি’ শিরোনামের নাটকে। 

নাটকে দেখা যাবে কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাটের ইজারা নিয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। আর সেই হাটের গরুর ব্যাপারী জাকিয়া বারী মম!

‘লায়লা মজনুর কোরবানি’ নাটকটি নির্মাণ করছেন এস এ হক অলিক।

কাজটি প্রসঙ্গে মম বললেন, ‘দর্শক রোমাঞ্চিত হতে চায়, ভালোবাসার গল্প দেখতে চায়। তারই ধারাবাহিকতায় এই বিশেষ নাটকটি হলো। একেবারে ভিন্ন একটি গল্প। আমাদের দুজনের চরিত্র বেশ নতুন। যেমন চরিত্র সচরাচর টিভি পর্দায় দর্শকরা দেখেন না। আমার ধারনা, দর্শকরা খুব আরাম পাবেন কাজটি দেখে।’

এদিকে পরিচালক এসএ হক অলিক বলেন, এটা মূলত হাসির নাটক। সঙ্গে রাখা হয়েছে আমাদের সামাজিক অসঙ্গতি। হাসি-আনন্দের মধ্যে যেন আমরা আমাদের শুধরে নিতে পারি, সেই বার্তাটি রেখেছি।

এদিকে, রাজধানীর তিন’শ ফিরে নাটকটির শুটিং হয়েছে। অপূর্ব-মমর পাশাপাশি ‘লায়লা মজনুর কোরবানি’ নাটকে আরো অভিনয় করেছেন শ্যামল জাকারিয়া, স্মরণ সাহাসহ অনেকে।

আসছে কোরবানির ঈদে নাটকটি সম্প্রচারিত করা হবে বলে নির্মাতার পক্ষ থেকে জানানো হয়েছে। 

ডেইলি বাংলাদেশ/টিএএস