Alexa গরুর বাবাকে নিয়ে নিউজিল্যান্ডে উৎসব

ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৮ ১৪২৬,   ২৩ মুহররম ১৪৪১

Akash

গরুর বাবাকে নিয়ে নিউজিল্যান্ডে উৎসব

 প্রকাশিত: ১৯:৩৭ ৪ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ১৯:৪০ ৪ সেপ্টেম্বর ২০১৭

`বাবা দিবস`। তবে শুধু মানব বাবাদের নিয়েই উৎসব হয়নি, অন্য রকম এক বাবাকেও সামিল করা হয়েছিল এই উৎসবে। গত রবিবার নিউজিল্যান্ডে এই উৎসবটি পালন করা হয়। 

এই প্রাণীটি হল ষাঁড়। তার নাম সিয়েরা। সাত বছর বয়সী এই ষাঁড়টি ইতিমধ্যেই ১,৭০০ গরুর বাবা হয়ে হয়েছে।

আগামী তিন বছরে সে ৮০ হাজারেরও বেশি গরুর জনক হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সিয়েরাই নিউজিল্যান্ডে প্রজননের ক্ষেত্রে সেরা।

সিয়েরার মালিক সাইন ওয়ার্থ বলেছেন, সিয়েরার সন্তানদের দেখেই তার জিনের প্রমাণ পাওয়া যায়। ও খুব ভালো ষাঁড়। ও সেরা।

আমরা কৃত্রিম উপায়ে প্রজননের ব্যবস্থা করেছি। তবে তাতে কোনও সমস্যা হচ্ছে না। সিয়েরা এক লাখের বেশি সন্তানের বাবা হতে চলেছে। ও বাবা হিসেবে অসাধারণ।

ডেইলি বাংলাদেশ/আরএজে