Alexa গরুর গাড়িতে অমিতাভ

ঢাকা, শনিবার   ২০ জুলাই ২০১৯,   শ্রাবণ ৫ ১৪২৬,   ১৬ জ্বিলকদ ১৪৪০

গরুর গাড়িতে অমিতাভ

বিনোদন ডেস্ক :: entertainment-desk

 প্রকাশিত: ০৩:০০ ১১ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৩:০০ ১১ জানুয়ারি ২০১৯

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

কখনো গরুর গাড়িতে চড়ছেন, কখনো বা পাবলিক বাসে। আবার কখনো খাটিয়ায় লম্বা হয়ে শুয়ে আরাম করছেন; হঠাৎ করে যেন নিজের পুরনো জীবনে ফিরে গিয়েছেন অমিতাভ বচ্চন। নিজের অনুভূতির কথা শেয়ারও করছেন বলিউডের শাহেনশা। ছবিটা চমকে দেয়ার মতোই।

শুটিংয়ের প্রয়োজনে গরুর গাড়িতে চড়লেন বলিউডের এই শাহেনশাহ। বুধবার লোকেশনে তোলা কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন তিনি। এর একটিতে দেখা যাচ্ছে, গ্রামের খাটিয়ায় শুয়ে আছেন ৭৬ বছর বয়সী এই অভিনেতা।

‘ঝুন্ড’ নামের একটি ছবিতে বিগ বি’কে এমন সাদামাটাভাবে পাওয়া যাবে। এটি পরিচালনা করবেন নাগরাজ মানজুলে। এটি তার প্রথম হিন্দি ছবি। এর আগে মালয়ালাম ভাষায় ‘সাইরাত’ নির্মাণ করে প্রশংসিত হয়েছেন তিনি। 

টুইটারে অমিতাভ লিখেছেন, অনেকদিন পর গ্রাম্য খাটিয়া ও গরুর গাড়িতে চড়তে পেরে সম্মানিত লাগছে।

‘ঝুন্ড’-এর শুটিং করতে বাসেও চড়েছেন অমিতাভ। কলেজ ও চাকরি খোঁজার সময় বাস ও ট্রামে নিয়মিত চড়তেন বলেও জানান তিনি।

ছবিটির গল্প বস্তির তরুণদের ফুটবল কোচ বিজয় বারসের জীবন অবলম্বনে। অমিতাভের চরিত্রটি একজন অধ্যাপকের। পথশিশু ও কিশোরদের খেলাধুলায় উদ্বুদ্ধ করে একটি ফুটবল টিম গঠনের উদ্যোগ নেন তিনি।

ডেইলি বাংলাদেশ/আরএ