Alexa গরমে দরজা খুলে বিশ্রাম নেয়া মাদারাসা শিক্ষিকাকে ঘরে ঢুকে ধর্ষণ 

ঢাকা, মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৯ ১৪২৬,   ২৪ মুহররম ১৪৪১

Akash

গরমে দরজা খুলে বিশ্রাম নেয়া মাদারাসা শিক্ষিকাকে ঘরে ঢুকে ধর্ষণ 

নিউজ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:৩০ ১৩ জুন ২০১৯   আপডেট: ১৩:৪৮ ১৩ জুন ২০১৯

ধর্ষক মিশন

ধর্ষক মিশন

গরমে দরজা খুলে বিশ্রাম নেয়া মাদারাসা শিক্ষিকাকে ঘরে ঢুকে ধর্ষণ করেছে আহমেদ মিশন নামে এক যুবক।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে এ ঘটনা ঘটে। 

মিশন মুছাপুর ইউপির ৫নং ওয়ার্ডের ফয়েজ উল্যাহর নতুন বাড়ির মো. এরফানের ছেলে।

এ ঘটনায় ওই শিক্ষিকা বাদী হয়ে বুধবার রাতে কোম্পানীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

ওই শিক্ষিকা জানান, তিনি মুছাপুর ইউপির ভাড়া বাসায় বসবাস করেন। চার বছর আগে আহমেদ মিশনের সঙ্গে তার প্রেমের সম্পর্ক হয়। দীর্ঘ এ সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয় মিশন। কিন্তু রাজি না হওয়ায় সে অশোভন আচরণ করে। পরে ওই শিক্ষিকা তার সঙ্গে কথা বলা বন্ধ করে দিলে সে ক্ষিপ্ত হয়ে ওঠে। গত ১১ জুন প্রচণ্ড গরমে দরজা খোলা রেখে ওই শিক্ষিকা বাসায় বিশ্রাম নিচ্ছিলেন। এমন সময় বাসায় ঢুকে তাকে ধর্ষণ করে মিশন। 

কোম্পানীগঞ্জ থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।

ডেইলি বাংলাদেশ/জেএইচ