গবেষণা: সকালে গরম চা খেলে হবে ক্যান্সার!
স্বাস্থ্য ও চিকিৎসা ডেস্ক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৮:৪৩ ১২ নভেম্বর ২০১৯ আপডেট: ১৯:৩৬ ১২ নভেম্বর ২০১৯

ফাইল ছবি
সকালে গরম চা না খেয়ে অনেকেই দিন শুরু করেন না। তবে জানেন কি গরম চায়ের কাপে চুমুকের মধ্যে লুকিয়ে রয়েছে ঘোর বিপদ।
হালকা গরম চা কম পরিমানে খান তাতে ক্ষতি নেই। কিন্তু অতিরিক্ত গরম চা পান থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। নাহলে হতে পারে ভয়াবহ কন্ঠনালীর ক্যান্সার।
আমেরিকান ক্যান্সার সোসাইটির পক্ষ থেকে করা গবেষণায় সেকথাই জোর দিয়ে বলা হয়েছে।
এই গবেষনা থেকে জানা যায়, গরম চায়ে কন্ঠ নালীতে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় ৯০ শতাংশ। ৬০ ডিগ্রি সেলসিয়াসের বেশি গরম চা কোনো ব্যক্তি যদি দিন ৭০০ এমএল পান করেন তাহলে তার গলার ক্যান্সারের কবলে পড়ার ঝুঁকি বেশি।
উত্তর-পূর্ব ইরানের প্রায় ৫০ হাজার মানুষের ওপর গবেষণা চালিয়ে এই তথ্য পাওয়া গিয়েছে।
ডেইলি বাংলাদেশ/এমএইচ