গফরগাঁওয়ে অটোচালক হত্যায় নারীসহ গ্রেফতার ২
প্রকাশিত: ০৯:১৫ ৬ আগস্ট ২০১৯ আপডেট: ০৯:১৬ ৬ আগস্ট ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের গফরগাঁওয়ের পাগলা থানায় অটোচালক সুজন হত্যাকাণ্ডে জড়িত থাকায় এক নারীসহ দুই আসামিকে গ্রেফতার করেছে ডিবি।
আটকরা হলেন শিউলী আক্তার ও শফিকুল ইসলাম।
সোমবার রাতে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ২৬ জুলাই রাতের এ ঘটনার পরেরদিন পাগলা থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়। এ বিষয়ে গত ২ আগস্ট ডিবির এসআই পরিমল চন্দ্র সরকারকে তদন্তকারী অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ বলেন, পাগলা থানা এলাকা ও গাজীপুরের শ্রীপুরে রোববার রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ওই দুই আসামিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করে জানায়, পাগলার ত্রিমণী অটোস্ট্যান্ড থেকে শিউলী আক্তার ৩৫০ টাকা ভাড়া নির্ধারণ করে পাগলার বকুলতলা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। পরে চাকুয়া এলাকা পর্যন্ত যাওয়ার সময় আরেক আসামি শফিকুল চালকের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ফেলে রেখে অটো নিয়ে পালিয়ে যায়।
ডেইলি বাংলাদেশ/জেএস