Alexa গণিত অলিম্পিয়াডে উপমহাদেশের সেরা বাংলাদেশ

ঢাকা, সোমবার   ০৯ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৪ ১৪২৬,   ১১ রবিউস সানি ১৪৪১

গণিত অলিম্পিয়াডে উপমহাদেশের সেরা বাংলাদেশ

 প্রকাশিত: ১১:৫৬ ২২ জুলাই ২০১৭  

ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে অনুষ্ঠিত ৫৮তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে উপমহা‌দে‌শের সেরা ফলাফল বাংলাদে‌শের। এবারের গণিত অলিম্পিয়াডে অংশ নিয়েছিলেন বাংলাদেশের ছয়জন খুদে গণিতবিদ। তাদের মধ্যে দুইজন পেয়েছেন রৌপ্যপদক, দুইজন ব্রোঞ্জপদক এবং দুইজন পেয়েছেন সম্মানসূচক ‘মেরিট’ পুরস্কার, যা ‘অনারেবল মেনশন’ নামেও পরিচিত। এদের মধ্যে ‌রৌপ্যপদক পেয়েছেন আসিফ-ই-ইলাহী (এমসি কলেজ, সিলেট) ও আহমেদ জাওয়াদ চৌধুরী (ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম)। ব্রোঞ্জ পদক পেয়েছেন তামজিদ মোর্শেদ রুবাব (নটর ডেম কলেজ) ও রাহুল সাহা (ঢাকা কলেজ)। অনা‌রেবল মেনশন পেয়েছেন মো. সাব্বির রহমান (নটর‌ডেম ক‌লেজ) ও এ এম নাঈমুল ইসলাম (অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল)। বামে মুনির হাসান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত এ বিষয়ে মুনির হাসান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারণ সম্পাদক এবং দৈনিক প্রথম আলোর যুব কর্মসূচীর সমন্বয়কারী জানান, সোনা হাতছাড়া করা এক অর্থে কষ্টকর। কিন্তু আমাদের ফলাফলে আমি অখুশী নই। আমি আমাদের বিডিএমও টিমকে নিয়ে গর্বিত। আমাদের টিমের প্রতিটি দলকে হারানো ও র‌্যাংকিংয়ে ৮ ধাপ উন্নতি নিশ্চয়ই অনেক মজার। এদিকে উপমহাদেশের অংশগ্রহণকারী দেশগুলোর তুলনায় বাংলাদেশের অবস্থান ভালো। এবারে স‌ম্মিলিতভা‌বে বাংলাদেশের অবস্থান ২৬। গতবার ছিল যেখা‌নে ৩৫তম। এছাড়া এবার উপমহাদেশের অন্যান্য দেশগু‌লোর মধ্যে ভারতের অবস্থান-৫২তম, শ্রীলংকার-৬২তম, পা‌কিস্তানের-৮১তম ও নেপালের অবস্থান ১১০তম। ডেইলি বাংলাদেশ/এসআই