Alexa গণমাধ্যমকে দুষলেন খন্দকার এনামুল বাছির

ঢাকা, সোমবার   ২৩ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৯ ১৪২৬,   ২৪ মুহররম ১৪৪১

Akash

গণমাধ্যমকে দুষলেন খন্দকার এনামুল বাছির

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:৩০ ১২ জুন ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সব কিছুর জন্য গণমাধ্যমকে দুষলেন ঘুষ নেয়ার অভিযোগে সাময়িক বরখাস্ত দুদক পরিচালক খন্দকার এনামুল বাছির। তিনি বলেন, তথ্য পাচারের অভিযোগে আমাকে সাময়িক বরখাস্ত কারা হয়েছে।

বুধবার দুপুরে দুদক কার্যালয়ে প্রবেশের সময় গণমাধ্যম কর্মীরা কথা বলতে চাইলে একথা বলেন তিনি। 

এ সময় এনামুল বাছির বলেন, গণমাধ্যম ভুল, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করে ক্ষতি করছে, তারা যাচাই-বাছাইয়ের প্রয়োজন মনে করছে না। 

তিনি আরো বলেন, আমার ক্ষতি করে কুশল ও সালাম বিনিময় অপ্রয়োজনীয়। সাংবাদিকদের এড়াতে সাড়ে বারোটায় দুদকে ঢুকলাম। তবুও সাংবাদিকদের কাছ থেকে ছাড় পেলাম না।

এদিকে একটি প্রোগ্রামে স্বারাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দুদক কর্মকর্তাকে ঘুষ দেয়ার বিষয়টি প্রমাণিত হলে দণ্ডিত হবেন ডিআইজি মিজান।

স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, তবে, বিষয়টির তদন্ত চলছে। এর আগেও ডিআইজি মিজানের নানা কর্মকাণ্ড নিয়ে তদন্ত চলছে।  

সাবেক ওসি মোয়াজ্জেম সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,ওসি মোয়াজ্জেম দেশেই আছে। বিদেশ না যেতে পারে ইমিগ্রেশনকে জানানো হয়েছে। দ্রুত গ্রেফতার হবে ওসি মোয়াজ্জেম।

ডেইলি বাংলাদেশ/ইএ/এমআরকে