Alexa গণজাগরণ ইমরানের মনোনয়ন বাতিল

ঢাকা, বুধবার   ১৬ অক্টোবর ২০১৯,   কার্তিক ১ ১৪২৬,   ১৬ সফর ১৪৪১

Akash

গণজাগরণ ইমরানের মনোনয়ন বাতিল

নিজস্ব প্রতিবেদক :: staff-reporter

 প্রকাশিত: ১৩:২৪ ২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১৪:০৯ ৬ মার্চ ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

গণজাগরণ ম‌ঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকা‌রের মনোনয়নপত্র বা‌তিল করা হ‌য়ে‌ছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে কু‌ড়িগ্রাম-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হি‌সে‌বে মনোনয়ন নিয়েছিলেন। 

রোববার সকা‌লে জেলা রিটা‌র্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীন তার ম‌নোনয়নপত্র বা‌তিল ক‌রেন।

জানা গেছে, নির্বাচ‌নে প্রার্থী হ‌তে হ‌লে সং‌শ্লিষ্ট নির্বাচ‌নি আস‌নের মোট ভোটা‌রের ন্যূনতম এক শতাংশের সমর্থন থাক‌তে হয়। স্বতন্ত্র প্রার্থী হি‌সে‌বে মনোনয়ন প্রত্যাশী ইমরানের এ সম্প‌র্কিত ত‌থ্যে ঘাট‌তি র‌য়ে‌ছে। তাই জেলা রিটা‌র্নিং কর্মকর্তা তার ম‌নোনয়নপত্র‌টি বা‌তিল ঘোষণা ক‌রে‌ন।

এ বিষয়ে ইমরান বলেন, নির্বাচন প্রক্রিয়াকে জটিল করতেই আমিসহ কয়েকজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। আমি এ সিদ্ধান্তের বিরেুদ্ধে আপিল করবো।

ডেইলি বাংলাদেশ/আরএইচ/টিআরএইচ