Alexa খোলামেলা ফটোশুটে আলোচনায়, চুম্বন দৃশ্যে ক্যামেরাবন্দি!

ঢাকা, শুক্রবার   ২১ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৯ ১৪২৬,   ২৭ জমাদিউস সানি ১৪৪১

Akash

খোলামেলা ফটোশুটে আলোচনায়, চুম্বন দৃশ্যে ক্যামেরাবন্দি!

 প্রকাশিত: ২১:২৯ ৩১ আগস্ট ২০১৮   আপডেট: ২৩:০৯ ৩১ আগস্ট ২০১৮

বলিউড অভিনেত্রী নিতু চন্দ্রা

বলিউড অভিনেত্রী নিতু চন্দ্রা

নিতু চন্দ্রা। বলিউডে অভিনয় নয় বরং খোলামেলা চরিত্রে আলোচনায় আসেন এই অভিনেত্রী। নগ্ন চরিত্রে তেলেগু, তামিল ভাষার ছবিতেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। তাছাড়া সম্প্রতি এই তারকাকে খোলামেলা ফটোশুট করতেও দেখা যায়। যে কারণে এই সময়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে।

এদিকে, বর্তমানে এই অভিনেত্রী ব্যস্ত সময় পার করছেন নিউ ইয়র্কে। এরই মধ্যে কিছুদিন আগে হলিউডের একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যার শুটিং শুরু হবে কয়েকদিন পর।   

এরই পূর্বে নতুন একটি গানের মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নিলেন এই নায়িকা। সম্প্রতি রেখা ভরতবাজের গাওয়া ‘হু মে তুমহারি’ গানের ভিডিওর শুটিং করছেন তিনি। তবে বিস্ময়কর তথ্য হলো, এই গানের ভিডিওতেও বেশ খোলামেলা রুপে দেখা যাবে নায়িকাকে। 

বিকিনি ও সুইমস্যুটে কয়েকটি দৃশ্যে অংশ নিয়েছেন নিতু। পাশাপাশি ঘনিষ্ঠ চুম্বন দৃশ্যও থাকবে এতে। এ প্রসঙ্গে নায়িকা বলেন, আসলে গল্প অনুযায়ী কাজ করা উচিত। এই গানের ইমেজ ছিল ‘হট’। তাই আমি সুপারহট রুপেই ক্যামেরাবন্দি হয়েছি। 

আমার মনে হয় ভক্তরা আমার এই গানটি বেশ উপভোগ করবেন। তবে তার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

ডেইলি বাংলাদেশ/জেডআই