Alexa খোঁজ মিললো সেই নিখোঁজ জাদুকরের

ঢাকা, বৃহস্পতিবার   ১৮ জুলাই ২০১৯,   শ্রাবণ ৩ ১৪২৬,   ১৪ জ্বিলকদ ১৪৪০

খোঁজ মিললো সেই নিখোঁজ জাদুকরের

আন্তর্জাতিক ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:৫৯ ১৮ জুন ২০১৯   আপডেট: ১৫:১১ ১৮ জুন ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নদীতে জাদু দেখাতে গিয়ে গঙ্গার পানিতে ভেসে যায় চঞ্চল লাহিড়ি নামে এক যাদুকর। অবশেষে নিখোঁজ হয়ে যাওয়া সেই জাদুকরের সন্ধান মিলেছে।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, সোমবার বিকেলে ভারতের হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট থেকে উদ্ধার করা হয় জাদুকরের মরদেহ। 

এর আগে রোববার পুলিশকে না জানিয়ে সময়ের আগেই ম্যাজিক শুরু করেন চঞ্চল। সকালে তিনি লঞ্চে করে মাঝগঙ্গায় যান। দুপুর দেড়টায় জাদু শুরুর অনুমতি নিয়েছিলেন তিনি। লঞ্চেই জাদুর প্রস্তুতি নেন। শিকল দিয়ে বাঁধা হয় জাদুকরের হাত-পা। সে অবস্থায় ক্রেনে করে চঞ্চল লাহিড়িকে মাঝগঙ্গায় ফেলা হয়। শিকলের বাঁধন খুলে উঠে আসবেন তিনি। এ জন্য অপেক্ষা করতে থাকেন দর্শকরা।

কিন্তু অনেকক্ষণ পরও চঞ্চল লাহিড়ি নদী থেকে না ওঠায় তার সহযোগীরা থানায় খবর দেন। নৌ পুলিশ এসে জাদুকরের খোঁজে গঙ্গায় তল্লাশি শুরু করে।

ডেইলি বাংলাদেশ/এমকে