Alexa খেলতে গিয়ে লাশ হল দুই ভাই

ঢাকা, শনিবার   ১৪ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৯ ১৪২৬,   ১৬ রবিউস সানি ১৪৪১

খেলতে গিয়ে লাশ হল দুই ভাই

নোয়াখালী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৯:২৯ ১৪ অক্টোবর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর হাতিয়ায় পুকুরের ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় হাতিয়ার চরকৈলাস গ্রামে নিজ পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো, ওই গ্রামের বাবুল উদ্দিনের ছেলে ফাহিম ও রাফুল উদ্দিনের ছেলে আরমান।

হাতিয়া থানা ওসি আবুল খায়ের জানান, খেলা করতে গিয়ে বিকালে বাড়ির সামনের পুকুরের পানিতে পড়ে ডুবে যায় ফাহিম ও আরমান।

পরে বাড়ি না ফেরায় স্বজনরা তাদের খোঁজা শুরু করেন। একপর্যায়ে সন্ধ্যায় ওই পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়।

ডেইলি বাংলাদেশ/জেএস