Alexa খেলতে গিয়ে লাশ হলো দুই শিশু

ঢাকা, শনিবার   ২৪ আগস্ট ২০১৯,   ভাদ্র ৯ ১৪২৬,   ২২ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

খেলতে গিয়ে লাশ হলো দুই শিশু

ঝালকাঠি প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৫৮ ১৩ আগস্ট ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ঝালকাঠিতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ঝালকাঠির শহরে ও নলছিটি উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- জেলা শহরের কাঠপট্টি এলাকার ফরিদ হোসেনের ছেলে সোলায়মান ও নলছিটি উপজেলার প্রতাপ গ্রামের মোহাম্মদ রমিজ খানের মেয়ে রিপা।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সমীর দাস বলেন, সোলায়মান বৃষ্টির সময়ে খেলতে গিয়ে বাড়ির পুকুরে পড়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে আনার পথে সে মারা যায়।

অপরদিকে নলছিটি উপজেলার প্রতাপ গ্রামে পানিতে ডুবে রিপার মৃত্যু হয়।

রিপার বাবা রমিজ খান বলেন, বাড়ির সামনের পুকুরে খেলছিল রিপা ও তার বড় বোন। ভারী বর্ষণের কারণে পুকুর পাড়ের মাটি পিচ্ছিল হওয়ায় বোনের দৃষ্টি এড়িয়ে পুকুরে পড়ে যায় রিপা। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি বাংলাদেশ/এমআর

Best Electronics
Best Electronics