Alexa খুশি নন দিদি সোনম কাপুর!

ঢাকা, মঙ্গলবার   ২৩ জুলাই ২০১৯,   শ্রাবণ ৮ ১৪২৬,   ১৯ জ্বিলকদ ১৪৪০

খুশি নন দিদি সোনম কাপুর!

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:৪৩ ৬ মার্চ ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী মাসেই বিয়ে করছেন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। বলিউডে তাদের দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনকেই এবার সত্যি করতে চলেছেন। তবে শোনা যাচ্ছে অর্জুন কাপুরের দিদি সোনম কাপুর নাকি এ সম্পর্কে খুশি নন। 

ঘটনাটা অবশ্য বহু পুরনো। ২০১৬ সালে মনীশ মালহোত্রার জন্মদিন পার্টিতে সোনম কাপুর, মালাইকা অরোরা দুজনেই আমন্ত্রিত ছিলেন। সেখানে অরিরিক্ত মদ্যপান করে বেসামাল হয়ে পড়েন মালাইকা। সেসময় সোনমই মালাইকাকে সাহায্য করতে এগিয়ে আসেন। 

তবে সেদিন সোনমের সাহায্য মালাইকা নেননি, উপরন্তু সকলের সামনে তার সঙ্গে খারাপ ব্যবহার করেন। সেই ঘটনায় ভীষণই দুঃখ পান সোনম। শোনা যায়, ওই ঘটনার পর থেকেই সোনম অর্জুনের সঙ্গে মালাইকার সম্পর্ক নিয়ে নাকি বিশেষ খুশি ছিলেন না। 
এমনকি ওই ঘটনার পর থেকে মালাইকার সঙ্গে কথাও বলা বন্ধ করে দেন সোনম। 

এ সম্পর্ক সোনম কেন, অর্জুনের পরিবারের বাকি সদস্য বনি কাপুর, অনিল কাপুরের পরিবারের কেউই প্রথমে খুশি ছিলেন না। পরে ধীরে ধীরে সকলেই মালাইকাকে মেনে নেন। 

তবে সোনম এখনো সেভাবে মালাইকার সঙ্গে কথা বলেন না। তবে পরিবারের সকলে যদি মালাইকা-অর্জুনের বিয়েতে উপস্থিত থাকেন, তাহলে সোনম কাপুরও সেখানে থাকবেন বলেই জানা যাচ্ছে। 

ডেইলি বাংলাদেশ/টিএএস