Alexa খুলনায় ‘হুজুরের ছদ্মবেশধারী’ সন্ত্রাসীকে গুলি করে হত্যা!

ঢাকা, মঙ্গলবার   ১৯ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৫ ১৪২৬,   ২২ রবিউল আউয়াল ১৪৪১

Akash

খুলনায় ‘হুজুরের ছদ্মবেশধারী’ সন্ত্রাসীকে গুলি করে হত্যা!

 প্রকাশিত: ০৯:৪৮ ৩ জুন ২০১৭  

খুলনায় শহিদ ওরফে হাজি শহিদ হত্যায় সন্দেহভাজন খুনি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের স্থানীয় নেতা ইকবাল সরোয়ারকে গুলিতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে দৌলতপুরের আঞ্জুমান রোডের একটি মসজিদ ও কবরস্থানের কাছে এ ঘটনা ঘটে।  নিহত ইকবাল ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নগরীর দৌলতপুর থানার ৫ নম্বর ওয়ার্ড সভাপতি ছিলেন। দৌলতপুর থানা ওসি এস এম আনোয়ার হোসেন জানান, ইকবাল নিহত সন্ত্রাসী খোকন ওরফে টাইগার খোকনের সহযোগী ছিলেন। টাইগার খোকনের 'ডান হাত' হিসেবে পরিচিত এবং দুই হাতে দুটি অস্ত্র নিয়ে গুলি করতে পারদর্শী ছিলেন তিনি। ওসি আরও বলেন, ইকবাল দৌলতপুরের বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায় করতেন। সম্প্রতি তাকে পুলিশের পক্ষ থেকে চাঁদাবাজি না করতে হুঁশিয়ার করা হয়। তিনি জানান, ২০১৫ সালের ২৯ মে শহিদ ওরফে হাজি শহিদকে গুলি করে হত্যার ঘটনায় জড়িতদের মধ্যে ইকবাল সন্দেহভাজন হিসেবে ছিলেন। থানা সূত্র জানায়, সন্ত্রাসী হলেও ইকবাল ‘হজুরের বেশ ধরে’ থাকতেন। এদিকে, নগর পুলিশের দৌলতপুর জোনের সহকারী কমিশনার সোনালী সেন বলেন, তিনজন যুবক হেঁটে গিয়ে খুব কাছ থেকে ইকবালকে গুলি করে হত্যা করে। তার বুকে তিনটি গুলি বিদ্ধ হয়েছে। গুলির ধরন দেখে মনে হচ্ছে কাটা রাইফেলের। ঘটনাস্থল থেকে রাইফেলের বাট উদ্ধার করা হয়েছে। অপর একটি সূত্র জানায়, খুনিরা মোটরসাইকেলে করে এসেছিল। ডেইলি বাংলাদেশ/আরডব্লিউ