Alexa খুলনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ২ ১৪২৬,   ১৭ মুহররম ১৪৪১

Akash

খুলনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

খুলনা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:১০ ১৯ আগস্ট ২০১৯   আপডেট: ২১:১৮ ১৯ আগস্ট ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে বাস-ট্রাকের সংঘর্ষে পিন্টু নামে এক বাসচালক নিহত হয়েছেন।

সোমবার বিকেল ৫টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বেতাগ্রাম চারা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন ২৫ জন।

ডুমুরিয়া থানার ওসি আমিনুল ইসলাম জানান, যশোর-সাতক্ষীরা রুটের একটি যাত্রীবাহী বাস চুকনগর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি রডবোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।

এ ঘটনায় বাস ও ট্রাকচালকসহ ২৫ জন আহত হন। গুরুতর আহত বাসচালক পিন্টুকে চিকিৎসার জন্য খুলনায় নেয়ার পথে তিনি মারা যান। ট্রাকচালকের অবস্থাও আশংকাজনক।

ওসি আরো জানান, ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম কাজ করছে। গুরুত্বর আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি বাংলাদেশ/আরএম