Alexa খুলনায় ইভিএম বিষয়ক মতবিনিময় সভা

ঢাকা, বৃহস্পতিবার   ২০ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৮ ১৪২৬,   ২৬ জমাদিউস সানি ১৪৪১

Akash

খুলনায় ইভিএম বিষয়ক মতবিনিময় সভা

খুলনা প্রতিনিধি

 প্রকাশিত: ১৫:৫৪ ২০ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১৫:৫৪ ২০ ডিসেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় বৃহস্পতিবার দুপুরে ইভিএম বিষয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতাদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও ডিসি মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে এ সভা হয়।

ডিসি বলেন, নির্বাচনে সব শ্রেণি পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের চেষ্টা অব্যাহত আছে। বিগত সময়ের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা হবে। অধিকাংশ ভোটার ইভিএম পদ্ধতিতে প্রথম ভোট দেবেন। তাই ভোটারদের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টির জন্য জনবহুল স্থানে ইভিএম এ ভোট দেয়ার পদ্ধতি প্রদর্শন করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন এসপি এসএম শফিউল্লাহ, এডিসি (সার্বিক) জিয়াউর রহমানসহ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা, সুশীল সমাজ ও এনজিও প্রতিনিধিরা।

ডেইলি বাংলাদেশ/এমআর