Alexa খালে রিকশাচালকের হাত-পা বাঁধা মরদেহ

ঢাকা, সোমবার   ২২ জুলাই ২০১৯,   শ্রাবণ ৭ ১৪২৬,   ১৮ জ্বিলকদ ১৪৪০

খালে রিকশাচালকের হাত-পা বাঁধা মরদেহ

ভোলা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:৩৫ ১২ জুলাই ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নিখোঁজের পাঁচদিন পর শুক্রবার সকালে ভোলার আলীনগর সাহেবের কাচারি এলাকার খাল থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত মো. পারভেজ সদর উপজেলার চরসামাইয়া ইউপির ১নম্বর ওয়ার্ডের মো. বিল্লাল মিয়ার ছেলে।

সদর মডেল থানার ওসি ছগির মিঞা জানান, ৮ জুলাই সকালে পারভেজ গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। পরদিন সকাল থেকে অনেক জায়গায় খুঁজেও তাকে পাওয়া যায়নি। পরে শুক্রবার সকালে কাচারির খালে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

ওসি বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পারভেজের স্ত্রী শাহিনুর বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ডেইলি বাংলাদেশ/এমআর