খালেদা জিয়ার ১১ মামলার শুনানি পিছিয়ে ১৭ জুলাই
নিজস্ব প্রতিবেদক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৭:০০ ১২ জুন ২০১৯

ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ১১ মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ১৭ জুলাই দিন ধার্য করেছেন আদালত। মামলাগুলো হাইকোর্ট স্থগিত থাকায় বিচারিক আদালত এ দিন ধার্য্য করেন।
বুধবার মামলাটি ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাশে দ্বিতীয় নম্বর ভবনে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন।
মামলাগুলোর মধ্যে একটি মামলা অভিযোগপত্র গ্রহণের জন্য ও বাকি ১০ মামলা অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু মামলাগুলোর অধিকাংশই হাইকোর্টে স্থগিত আছে জানিয়ে সময়ের আবেদন করেন আইনজীবীরা। শুনানি শেষে বিচারক ১৭ জুলাই তারিখ নির্ধারণ করেন।
মামলাগুলো হলো দারুস সালাম থানার নাশকতার ৮ মামলা, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলাসহ ২ মামলা ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা।
ডেইলি বাংলাদেশ/এসআই