Alexa ‘খালেদার জামিন নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হস্তে দমন’

ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২০,   মাঘ ৮ ১৪২৬,   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

‘খালেদার জামিন নিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোর হস্তে দমন’

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৪৪ ১৪ ডিসেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর প্রাক্কালে জাতি এবার ভিন্ন উদ্যমে মহান বিজয় দিবস উদযাপন করতে যাচ্ছে। এ মুহূর্তে খালেদা জিয়ার জামিন নিয়ে বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের কঠোর হস্তে দমন করা হবে।

শনিবার দিনাজপুরের বিরলে ‘বিরল মুক্ত দিবস’ উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু।

এরআগে প্রতিমন্ত্রী বিরল মুক্ত দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। 

ডেইলি বাংলাদেশ/এসআই