Alexa খালেদার জামিন আবেদনের বিরোধিতা করবে দুদক

ঢাকা, রোববার   ২১ জুলাই ২০১৯,   শ্রাবণ ৬ ১৪২৬,   ১৭ জ্বিলকদ ১৪৪০

খালেদার জামিন আবেদনের বিরোধিতা করবে দুদক

 প্রকাশিত: ১৪:৩৪ ১১ ফেব্রুয়ারি ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনে মুক্তির বিরোধিতা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়াও রায়ের বিরুদ্ধে আপিল করলে তারও বিরোধিতা করবে বলে জানিয়েছে সংস্থাটি।

এ ব্যাপারে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, খালেদা জিয়া রায়ের বিরুদ্ধে আপিল করলে আমরা তা কনটেস্ট (বিরোধিতা) করব। তিনি জামিন আবেদন করলে তাও কনটেস্ট করব।

তিনি আরো জানান, রায়ের সত্যায়িত কপি পেলে পরবর্তী পদক্ষেপ নেবে দুদক।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর কারাদণ্ড দেয় আদালত। এ মামলায় আসামি খালেদার ছেলে এবং দলের সিনিয়র ভাইস চেয়ারপারসন তারেক রহমানসহ অপর ৫ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়ে। তাদেরকে ২ কোটির ১০ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ