Alexa খালেদাকে দেখতে কারাগারে বিএনপি নেতারা

ঢাকা, শনিবার   ২৪ আগস্ট ২০১৯,   ভাদ্র ১০ ১৪২৬,   ২৩ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

খালেদাকে দেখতে কারাগারে বিএনপি নেতারা

 প্রকাশিত: ১৬:৩১ ২৮ এপ্রিল ২০১৮   আপডেট: ১৬:৩৪ ২৮ এপ্রিল ২০১৮

ফাইল ফটো

ফাইল ফটো

খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে গেছেন বিএনপির তিন নেতা। শনিবার বেলা সাড়ে ৩টার দিকে তারা নাজিমউদ্দিন সড়কের পুরনো কারাগারে উপস্থিত হন। এ দলে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান।

বিএনপি নেত্রীর মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ডেইলি বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০ মিনিট অপেক্ষায় থাকার পর এক জন কারা কর্মকর্তা এসে বিএনপি নেতাদের ফটকের ভেতরে নিয়ে যান।

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বেগ জানিয়ে আসা বিএনপি নেতারা পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে দলীয় নেত্রীকে চিকিৎসার জন্য ইউনাইটেড হাসপাতালে স্থানান্তরের দাবি জানায়।

শনিবার কারাগারে যাওয়ার আগেও সংবাদ সম্মেলন করে একই দাবি জানান ফখরুল। তিনি সরকারকে হুঁশিয়ার করে বলেন, চিকিৎসার অবহেলায় খালেদার অবস্থার অবনতি হলে তার দায় সরকারকে নিতে হবে।

দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে কারাগারে থাকা ৭৩ বছর বয়সী খালেদার ঘাড়, হাত, পা মেরুদণ্ডে ব্যথা এবং চোখের সমস্যায় ভুগছেন বলে তার চিকিৎসকরা বলে আসছেন।

অন্যদিকে তার চিকিৎসায় বোর্ড গঠনের পর তার পরামর্শেই প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে।

ডেইলি বাংলাদেশ/এমআরকে

Best Electronics
Best Electronics