Alexa খাবারে ফরমালিন দেয়ার বিরুদ্ধে লড়বেন লেডি কিলার

ঢাকা, শনিবার   ২৪ আগস্ট ২০১৯,   ভাদ্র ১০ ১৪২৬,   ২৩ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

খাবারে ফরমালিন দেয়ার বিরুদ্ধে লড়বেন লেডি কিলার

বিনোদন প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:১৯ ১৬ জুলাই ২০১৯   আপডেট: ১৫:৫৪ ১৬ জুলাই ২০১৯

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত ঈদুল ফিতরে নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ‘লেডি কিলার’ নাটকটি বাংলাভিশনে প্রচারিত হয়। এরপর প্রকাশ পায় ইউটিউবে। নাটকটি প্রকাশের পর দর্শক মহলে বেশ সাড়া ফেলে। এতে লেডি কিলারের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা ও তার বিপরীতে তাহসানের অনবদ্য অভিনয় সবার কাছে প্রশংসিত হয়। এবার ‘লেডি কিলার’র সাফল্যের পর ঈদুল আযহায় আসছে ‘লেডি কিলার ২’। 

সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে ‘লেডি কিলার ২’র শুটিং শেষ হয়েছে। বর্তমানে এর সম্পাদনার কাজ চলছে বলে জানান নির্মাতা মাবরুরু রশিদ বান্নাহ। তিনি বলেন, ‘লেডি কিলার’র গল্প যেখানে শেষ হয়েছে, ঠিক সেখান থেকেই নতুন পর্বটি শুরু হবে। প্রথম পর্বে দর্শকের ব্যাপক সাড়া পেয়েছি। অনেকে সিক্যুয়েল নির্মাণের জন্য অনুরোধও জানিয়েছেন। সেজন্য মূলত ‘লেডি কিলার ২’ নির্মাণ করা। 

তিনি আরো বলেন, এবারের গল্পে আমরা সমাজের বেশকিছু প্রেক্ষাপট তুলে ধরবো। নাটকে খাবারে ফরমালিন দেয়ার বিরুদ্ধে লেডি কিলার টিমকে লড়তে দেখা যাবে। গল্পটা বেশ ভালো, আশা করছি সিক্যুয়েল দর্শকরা পছন্দ করবেন।

‘লেডি কিলার’র এবারের কিস্তিতে তাহসান ও তিশা ছাড়া আরো অভিনয় করেছেন জেরিন খান রত্না, সিয়াম নাসির, ইভান সাইর, শামীম, বাচ্চু প্রমুখ। আসছে ঈদে গতবারের ন্যায় এবারো বাংলাভিশনে প্রচার হবে এই নাটকটি।

ডেইলি বাংলাদেশ/এনএ

Best Electronics
Best Electronics