Alexa খাগড়াছড়িতে লাল-নীল ক্যাপসুল খাবে এক লাখ শিশু

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

খাগড়াছড়িতে লাল-নীল ক্যাপসুল খাবে এক লাখ শিশু

খাগড়াছড়ি প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:০৫ ১৮ জুন ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়িতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রথম রাউন্ডে লাল ও নীল রঙের ক্যাপসুল খাবে প্রায় এক লাখ শিশু। এর মধ্যে ৬ থেকে ১১ মাসের ১২ হাজার ৭শ ৬৩ শিশুকে নীল ও ১২ থেকে ৫৯ মাসের ৮৭ হাজার ১ শ ৭৯ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।  

মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের অডিটোরিয়ামে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়।

ডেপুটি সিভিল সার্জন সরোয়ার মাহবুব জানান, ২২ জুন সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলায় ১০১০ টি ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সেন্টারে ক্যাপসুল খাওয়ানো হবে।

এ সময় উপস্থিত সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেমং মারমা, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ইন্দ্রজিৎ চাকমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কানন আর্চায, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদসহ জেলায় কর্মরত সংবাদকর্মীরা।

ডেইলি বাংলাদেশ/এমকেএ

Best Electronics
Best Electronics