Alexa খাগড়াছড়িতে পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল

ঢাকা, রোববার   ২৬ জানুয়ারি ২০২০,   মাঘ ১২ ১৪২৬,   ৩০ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

খাগড়াছড়িতে পাঁচ প্রার্থীর মনোনয়ন বাতিল

খাগড়াছড়ি প্রতিনিধি

 প্রকাশিত: ১৮:৩৩ ২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১৬:৩৬ ২৪ ডিসেম্বর ২০১৮

ফাইল ফটো

ফাইল ফটো

খাগড়াছড়ির আসনে পাঁচ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

রোববার দুপুরে ডিসি ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম মনোনয়ন যাচাই বাছাই শেষে এ ঘোষণা দেন।

মনোনয়ন বাতিলের তালিকায় রয়েছেন- দণ্ডের কারণে জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সাবেক এমপি যতীন্দ্র লাল ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা, দাখিলকৃত ভোটার তালিকায় অসংগতির কারণে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ’র কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা ও নতুন কুমার চাকমা।

খাগড়াছড়ি ২৯৮ নম্বর নির্বাচনী প্রতিদ্বন্দ্বীতায় টিকলেন ৬ জন। তারা হলেন-আওয়ামী লীগ মনোনীত জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা, বিএনপি মনোনীত অপর দুই প্রার্থী সমীরণ দেওয়ান ও শহীদুল ইসলাম ভূইয়া ফরহাদ, জাতীয় পার্টির সোলায়মান আলম শেঠ, গণফোরামের আমজাদ হোসেন চৌধুরী এবং ইসলামী আন্দোলনের আব্দুল জব্বার গাজী।

ডেইলি বাংলাদেশ/এমকেএ