Alexa খাগড়াছড়িতে চার ডেঙ্গু রোগী শনাক্ত

ঢাকা, বুধবার   ২১ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

খাগড়াছড়িতে চার ডেঙ্গু রোগী শনাক্ত

খাগড়াছড়ি প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৮:৩৭ ২৯ জুলাই ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ি সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন চারজন। এর মধ্যে দুজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

আক্রান্তরা হলেন- জেলা শহরের শব্দমিয়া পাড়ার মো. ফয়জুল হক, মহিলা কলেজ এলাকার পাইসাচিং মারমা, সবুজবাগ এলাকার স্বপ্ন ও পানখাইয়াপাড়া এলাকার সঞ্জু চাকমা। বর্তমানে ফয়জুল ও পাইসাচিং চিকিৎসাধীন।

ফয়জুল হকের ভাই জিয়াউল হক বলেন, কোম্পানির কাজে গত সপ্তাহ ফয়জুল ঢাকায় যায়। ফেরার পর থেকে জ্বর ছিল। কয়েক দিনে জ্বর ভালো না হওয়ায় রক্ত পরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়ে।

পাইসাচিং মারমা বলেন, ঢাকায় একটি হোস্টেলে থাকতাম। সেখানে ডেঙ্গু আক্রান্ত হলে বাড়ি এসে সদর হাসপাতালে ভর্তি হই।

ভারপ্রাপ্ত ডেপুটি সিভিল সার্জন ডা. নয়নময় ত্রিপুরা বলেন, চারজনই ঢাকা থেকে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে দুজন সুস্থ হয়েছে। বাকি দুজন চিকিৎসাধীন। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। তাদের অবস্থাও মারাত্মক নয়।

খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম বলেন, ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী মশা নিধন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমআর

Best Electronics
Best Electronics