ফটো ফিচার
কয়েকজন বাংলাদেশি পেলেন ‘ফুড ফটোগ্রাফার’ পুরস্কার
ভ্রমণ ডেস্ক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৩:১৯ ১১ মে ২০২০ আপডেট: ১৩:২৩ ১১ মে ২০২০

চট্টগ্রামের ফিশারি ঘাটে আজিম খান রনির তোলা এই ছবি ‘অন দ্য ফোন’ বিভাগে সেরা হয়েছে
ছবি হতে হবে খাবার বিষয়ক। প্রতিযোগিতায় এ বছর জমা পড়েছে ৭০টি দেশের প্রায় ৯০০০ ছবি। সেখান থেকেই প্রতি বিভাগে তিনজনকে পুরষ্কৃত করা হয়। এ বছর কয়েকটি বিভাগে পুরস্কার জিতেছেন বাংলাদেশি আলোকচিত্রীরা।
বলছিলাম ইংল্যান্ডের ফুড অ্যাওয়ার্ডস কোম্পানির আয়োজনে ‘পিঙ্ক লেডি ফুড ফটোগ্রাফার অব দ্য ইয়ার’ প্রতিযোগিতার কথা। ২০১১ সালে শুরু হওয়া এ প্রতিযোগিতায় এখন পর্যন্ত ৭৭টি দেশ থেকে ৬০ হাজারের বেশি ছবি জমা পড়েছে। দেখে নিন ২০২০ সালে পুরষ্কার জয়ী বাংলাদেশি আলোকচিত্রীদের ছবি—
ডেইলি বাংলাদেশ/এনকে